রবিবার, ৪ নভেম্বর, ২০১২

কুষ্টিয়ায় অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

আরিফ মেহমুদ ॥ কুষ্টিয়ার শহরতলীর লাহিনী পশ্চিমপাড়ার সরকারী হ্যাচারী সংলগ্ন পানের বোরজ থেকে অজ্ঞাত কন্যা শিশুর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। আজ রবিবার দুপুরে কুষ্টিয়ার লাহিনীর পশ্চিমপাড়া সরকারী হ্যাচারী সংলগ্ন ঢাকা রোডের পাশে একটি পানের বোরজে গলায় ফাঁস লাগানো লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে মডেল থানা পুলিশে খবর দিলে সেখান থেকে লাশ উদ্ধার করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় জানতে পারেনি পুলিশ। পুলিশ ও প্রতক্ষদর্শী সুত্রে জানা গেছে, আজ দুপুরে কুষ্টিয়ার লাহিনীর পশ্চিমপাড়া সরকারী হ্যাচারী সংলগ্ন ঢাকা রোডের পাশে একটি পানের বোরজে গলায় ফাঁস লাগানো লাশ দেখতে পায় স্থানীয়রা। এ সময় স্থানীয়রা পাশ্ববর্তী হাউজিং পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া জেনারে হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশের সংবাদ শুনে ঘটনাস্থলে উপস্থিত হন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নূল আবেদীন, সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) মনিরুজ্জামান মিঠুসহ পুলিশের উদ্ধত্বন কর্তৃপক্ষ। হাউজিং পুলিশ ক্যাম্প আইসি এএসআই দিদার জানান,কন্যা শিশুটিকে দু®কৃতিকারীরা গলায় ফাঁস দিয়ে হত্যা করে সেখানে রেখে গেছে বলে সন্দেহ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন