শুক্রবার, ৮ জুন, ২০১২

কুষ্টিয়ায় প্রতিহিংসার শিকার গাছ!

কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় প্রতিহিংসার শিকার হয়েছে বাগান ভর্তি সারিসারি গাছ। তবে কোন গাছই আর সোজা নেই। প্রতিপক্ষের আঘাতে সবুজ গাছগুলো নুয়ে পড়েছে। প্রতিপক্ষের উপর প্রতিশোধ নিতে রাতের আধাঁরে এক দল সন্ত্রাসী বাগানভর্তি মেহগনি গাছ কেটে দিয়েছে। গতবৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার গোপালপুর গ্রামে গাছ কাটার এই ঘটনাটি ঘটেছে। এতে সন্ত্রাসীরা প্রায় ১ হাজার ৪০০ গাছ কেটে দিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, আব্দালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে রেফাজ উদ্দিনের সাড়ে ৪ বিঘা জমির ১২ বছর আগে মেহগনির গাছ লাগায়। তার লাগানো ১ হাজার ৪০০ মেহগনি গাছ রাতের আধারে কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
গাছের মালিক রেফাজ উদ্দিন জানান, তার প্রতিপক্ষ একই গ্রামের আইনাল মোল¬ার ছেলে হালিম ও মন্টুর নেতৃত্বে একই গ্রামের খবিরের ছেলে সাইফুল, ইয়াছিনের ছেলে আবু সাত্তার, মৃত কুদ্দুসের ছেলে রাশিদুল সিদ্দিক, মনজের আলীর ছেলে টুটুল, আবুল বিশ্বাসের ছেলে বকুল, জমিরের ছেলে শিপন, সবান মন্ডলের ছেলে রিয়াজুলসহ প্রায় ৬০/৭০ জনের একটি দল এ কাজ করেছে।
এ ঘটনার পর র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইবি থানার অফিসার ইনচার্জ মনির উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, গাছ কাটা তেমন কোন বড় ঘটনা নয়। এ নিয়ে মাতামাতির কিছূ নেই। এ ঘটনায় মামলা হয় না বলে জানান তিনি। তবে কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, গাছ কাটা অন্যায়। আর এ কাজে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন