শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

বার কাউন্সিল নির্বাচনী মতবিনিময় সভায়-ব্যারিষ্টার এম.আমীর-উল ইসলাম আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করবে

আরিফ মেহমুদ ॥ দেশ বরেণ্য আইনজীবী, বাংলাদেশ সংবিধানের প্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক, ব্যারিষ্টার এম.আমীর-উল ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধানের সার্বভৌমত্ব নিরঙ্কুশ রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্ব অপরিসীম। দেশে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে ও তাদের বিচার বন্ধে একটি গোষ্ঠি যুদ্ধাপরাধীদের পক্ষের শক্তিতে পরিণত হয়েছে। একারনে এদেশ এখনো বিপদমুক্ত আছে বলে মনে হয় না। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেয়া হচ্ছে না। বাংলাদেশের আইন যে শুধু আইন বলে চলে এমনটি নয়। এর পিছনে রাজনৈতিক প্রভাবের বলয় কাজ করছে। এমন পরিস্থিতি মোকাবেলায় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীদের ঐক্য অটুট রাখতে বলিষ্ট ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতার পক্ষের শাক্তিকে এক হতে হবে। বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে নির্বাচিত করার কোন বিকল্প নেই। আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করবে।আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারের মান সমুন্নত রাখার পাশাপাশি নিষ্কলুষ বিচারঙ্গন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিহার্য। তাই দলবল নির্বিশেষে এই মৌলিক বিষয়ে আইনজীবীদের ঐক্যমত ও নিষ্ঠাবান থাকার কোন বিকল্প নেই। গতকাল শুক্রবার দুপুরে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি ভবনে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া জেলা বারের আইজীবীদের সাথে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থী দেশ বরেণ্য আইনজীবীগন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি ভবনে এসে পৌছালে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন কুষ্টিয়া বারের আইনজীবীরা। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড.সৈয়দ রেজাউর রহমান, সাবেক আইনমন্ত্রী এ্যাড.আব্দুল মতিন খসরু এমপি, সার্ক ল’-এর সাবেক সেক্রেটারী জেনারেল,বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এ্যাড.ব্যারিষ্টার তানিয়া আমীর, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব সুব্রত চৌধুরী, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আবু, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.জাহেদুল বারী, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ্যাড.মাহবুব আলী ও ঢাকা ল কলেজের অধ্যক্ষ, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.সিরাজ-উল ইসলাম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ্যাড.মিয়া মোঃ রেজাউল হক, সাবেক সম্পাদক এ্যাড.জহুরুল ইসলাম ও এ্যাড.আ স ম আক্তারুজ্জামান মাসুম প্রমুখ। প্রধান অতিথি ব্যারিষ্টার এম আমীর-উল ইসলাম তার বক্তব্যে আরো বলেন, একাধিক বারের সদস্যরা আগে শুধু একটি বারে ভোট দিতে পারতো। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এই সীমাবদ্ধতা দূর করে একাধিক বারের সদস্যদের ভোটাধিকার ফিরে পাওয়ার দাবী প্রতিষ্ঠিত করেছে। আগামীতে বার কাউন্সিলকে আরো গণতান্ত্রিক করতে সরাসরি ভোটের মাধ্যমে বার কাউন্সিলের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ব্যবস্থা করা হবে। আপনাদের অকৃত্রিম ও সার্বিক সমর্থন এবং সহায়তা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সফলতার মূল ভিত্তি। এবারো সফলতার সুবাতাস বয়ে আনবে। বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিষ্টার তানিয়া আমীর বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে এবং যুদ্ধাপরাধীদের পক্ষের শক্তিকে প্রতিহত করতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের হাতকে শক্তিশালী করুন। হত্যা সন্ত্রাস ও মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া পুনঃস্থাপনের মাধমে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সমুন্নত রাখার প্রয়াসে আইনজীবীদের সুদৃঢ় ঐক্য ও মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক সমাজ। এমন একটি কল্যাণমুখী ন্যায়ানুগ সমাজ গঠনে আইনজীবীদের ঐক্য, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদকে বারংবার বিজয়ী করেছে। এ জন্য আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আইন শিক্ষার মান উন্নয়ন এবং পেশার পরিধি বিস্তৃত করার জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দান ও মানবাধিকার বাস্তবায়নে বার কাউন্সিলের ভূমিকা সুদৃঢ় করতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রতিশ্র“তিবদ্ধ। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ও সংকল্পের উপর রয়েছে আমাদের সুদৃঢ় বিশ্বাস ও আস্থা। বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করবে। মতবিনিময় সভাটি সার্বিক উপস্থাপনা ও পরিচালনা করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাড.নূরুল ইসলাম দুলাল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন