আরিফ মেহমুদ ॥ আজ মঙ্গলবার পঁচিশে বৈশাখ বাংলা সাহিত্য সৌধের কালজয়ী প্রতিভা কবিগুরুর কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মজয়ন্তীর সমপানী ও ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজন করেছে নানান অনুষ্ঠানমালা। মূল আয়োজন দু’দেশের রাজধানী ভিত্তিক হলেও কুষ্টিয়ার শিলাইদহকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ঢাকার বাইরে কুষ্টিয়ার শিলাইদহেই অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানমালার বাইরেও এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বসেছে গ্রামীণ মেলা। ৫দিন ব্যাপী চলবে এই গ্রামীণ মেলা। কবি পদধুলির শিলাইদহ কুঠিবাড়ীতে হাজার-হাজার মানুষের ঢল নামবে। লাখো মানুষের মিলন মেলায় পরিনত হবে ঠাকুর বাড়ীর চত্বর। খোড়া অজুহাত দেখিয়ে ঠাকুর বাড়ীর ঐতিহ্যবাহী রং বদলে দেয়া হয়েছে। এ বছর আগের রং ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। যার কারনে কুঠিবাড়ির দেয়ালের আস্তরন উঠে গেছে। ভেঙ্গে গেছে অনেক স্থান। অনুষ্ঠান আজ মঙ্গলবার শুরু হলেও রাস্তার কাজ এখনো শেষ হয়নি। আজ মঙ্গলবার ২৫ বৈশাখ সকাল সাড়ে ১০ টায় ত্রাণ ও পূণর্বাসন অধিদপ্তরের মহাপরিচলাক অতিরিক্ত সচিব জহিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুব-উল-আলম হানিফ। স্বাগত বক্তব্য রাখবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (যুগ্ম সচিব) বনমালী ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কুষ্টিয়া-৪কুমারখালী-খোকসা আসনের এমপি বেগম সুলতানা তরুন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা আ’লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম,তাইজাল আলী খান,আলোচক হিসেবে থাকছেন বিশিষ্ট কলামিষ্ট শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু,এস এম আফজাল হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করবেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে দেশের খ্যাতনামা রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও রবীন্দ্র জম্মউৎসব উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে কাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত কুঠিবাড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন