রবিবার, ৪ মার্চ, ২০১২

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় যুবক ও মাছ ব্যবসায়ীর মৃত্যু

আরিফ মেহমুদ ॥ কুষ্টিয়ার কুমারখালীর পলীতে সন্ত্রাসীরা শ্বাস রোধ করে জবাই করে হত্যা করেছে আলম শেখ (৪৩) নামে এক কৃষককে। গতকাল শনিবার দিবাগত রাতে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাগুলাট হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থানে পুলিশ ও র‌্যাবের উদ্ধতন কর্তৃপ পরিদর্শন করেছে। সে উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামের মৃত খয়বার শেখের ছেলে বলে জানা যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার সন্ধায় আলম শেখ তার বাড়ির জন্য বিদ্যৎ’র তার কিনতে বাঁশগ্রাম বাজারে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরন করে সন্ত্রাসীরা। পরে তাকে ধরে বাগুলাট হিন্দুপাড়ার রহমান মোলার বাগানে ওই রাতেই শ্বাসরোধ করে হত্যা করে। পরে জবাই করে মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে চলে যায়। গতকাল রবিবার ভোরে ওই এলাকার স্থানীয়রা একটি লাশ দেখতে পায়। স্থানীয় বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পে  জানানো পর পুলিশ ঘটনাস্থানে হাজির হয়। পরে ওই এলাকার লাশের সংবাদ ছরিয়ে পড়লে শানপুকুরিয়ার লোকজন লাশটি আলমের বলে সনাক্ত করে। পরে আলমের পরিবারের লোকজন এসে নিশ্চিত হয় লাশটি আলমের। নিহত আলমের লাশটি দেখতে ওই এলাকার হাজার হাজার লোক ভীর জমায় । পরে কুষ্টিয়া থেকে পুলিশের উদ্ধতন কর্তৃপ বাগুলাট হিন্দুপাড়ায় উপস্থিত হয়। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এদিকে গতকাল সকালে সদর উপজেলার কবুরহাট  খাজানগর দোস্তপাড়ায় তুচ্ছ ঘটনায় ইটের আঘাতে আব্দুস সাত্তার (৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে প্রতিপ। গতকাল সকালে খাজানগর দোস্তপাড়ার আজাদ পিতা জামাল উদ্দিন দোস্তপাড়া, শিপন পিতা আব্দুর রউফ খাজা নগর। প্রেম ঘটিত কারনে এ হত্যা কান্ড সংঘটিত হয়। এতিম রাইচ মিলের চাতালে এ ঘটনা ঘটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন